সিলেটের কোম্পানীগঞ্জ থেকে মাদক নিয়ন্ত্রণ আইনে ৫ বছর ও ২৫ হাজার টাকা অর্থ দন্ডপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামী উপজেলার সুন্দ্রাউড়া গ্রামের আবু বক্করের পুত্র রাজিন মিয়া ওরফে রাজন(২২)।
কোম্পানীগঞ্জ থানার উপ পরিদর্শক আলাউদ্দিনের নেতৃত্বে বৃহস্পতিবার রাত দেরটার সময় উপজেলার সুন্দাউড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় প্রতিবেদককে বলেন, সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, খুন, ধর্ষণ, পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।