surmavoice24.com
সিলেটরবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:১৩
আজকের সর্বশেষ সবখবর

নেতাকর্মীদের নিয়ে দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন মন্ত্রী ইমরান আহমদ


নভেম্বর ২১, ২০২৩ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে সংসদীয় আসনের ৩ টি উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে সাথে নিয়ে দলের মনোনয়ন ফরম জমা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

আওয়ামী লীগের প্রার্থী হতে সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) সংসদীয় আসনে মনোনয়ন ফরম জমা দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন মন্ত্রী ইমরান আহমদ।

এর আগে রোববার মনোনীত প্রতিনিধির মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

মঙ্গলবার দলীয় মনোনয়ন ফরম জমাদানকালে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সাথে দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ,কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজদ, সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের সদস্য আপ্তাব আলী কালা মিয়া, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আসলাম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল চেয়ারম্যান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল বিশ্বাস, সিলেট জেলা পরিষদের সদস্য সুবাস দাস, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।