surmavoice24.com
সিলেটসোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩৫
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে গাড়ির ধাক্কায় বৃদ্ধের প্রাণহানি


নভেম্বর ২১, ২০২৩ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের খাগাইল নামক স্থানে অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের প্রাণহানির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধা সারে সাতটায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি খাগাইল পশ্চিম পাড়ার বাসিন্দা আব্দুল করিম। নিহতের ক্ষতবিক্ষত দেহ পরে থাকতে দেখে স্থানীয়রা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিহের লাশ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় নিহতের ঘটনাটি নিশ্চিত করেন।

উল্লেখ্য, তিনি খাগাইল বাজার থেকে বাড়ি ফেরার পথে বঙ্গবন্ধু মহাসড়কের খাগাইল দলইরগাওঁ রাস্তার পয়েন্টে বেপরোয়া কোন এক গাড়ির ধাক্কায় প্রান হারান।

দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ জানান, পথচারী আত্মীয় স্বজনদের খোজ দেন। হতদরিদ্র পরিবারের মানুষ ওনি। দুইটি মেয়ে ছাড়া নিহতের কোন পুত্র সন্তান নেই।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।