দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কোম্পানীগঞ্জের পূর্ব ইসলাম পুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইমরান আহমদ পথসভায় অংশগ্রহণ করেন। সকাল ১১ টায় ইউনিয়নের রাজনগর নতুন বাজার, বেলা ৩টায় দয়ার বাজারে এবং সন্ধা সারে ৫টায় ঢালারপাড় চক নির্বাচনী পথসভা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বেলা ৩টায় দয়ার বাজারে অনুষ্ঠিত পথ সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাবেক ইউ/পি সদস্য নুরুজ্জামান। উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ও সাবেক সাংগঠনিক সম্পাদক সজীবুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট -৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বৈদেশিক ও কর্মসংস্হান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
মন্ত্রী ইমরান তার বক্তব্যে বলেন আওয়ামিলীগ সরকার শিক্ষা ক্ষেত্রে প্রচুর অর্থ ব্যয় করে অভুতপুর্ব উন্নয়ন রেখে যাচ্ছে। তাছাড়া যোগাযোগ ক্ষেত্রে দেশের অন্যতম রাস্তা ভোলাগঞ্জ -সিলেট -কোম্পানীগঞ্জ, ধলাই সেতু-দয়ার বাজার-ভাটরাই রাস্তা সম্পন্ন হওয়ায় উপজেলাবাসী স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারছেন। সবমিলিয়ে সকল উন্নয়নের ধারা আরো বেগবান করতে ফের নৌকা মার্কায় ভোট চাইলেন মন্ত্রী ইমরান।
উল্লেখ্যকনীয় নেতাকর্মী বক্তব্যদানকালে বৃহৎ কর্মসংস্হান পাথর কোয়ারী সচলের তাগিদ দিলে মন্ত্রী ইমরান আহমদ তার বক্তব্যে বলেন, মূলত পাথর কোয়ারী বন্ধের বিষয় অনেকে মনে করেন আমার কারসাজি আছে! আসলে তা না সচলের ব্যাপারে সবচেয়ে বেশি আমিই সময় ব্যয় করেছি। মূলত পাথর কোয়ারী বন্ধ খনিজ মন্ত্রণালয়ের নির্দেশে। তবে আগামীতে কোয়ারী সচলের বিষয়ে আমার সর্বাত্মক চেষ্টা থাকবে পরিবেশ বান্ধবের অনুকুলে পাথর কোয়ারী কেন্দ্রীক বৃহৎ কর্মসংস্হান সচলের ব্যাপারে।
পথসভায় বিশেষ অতিথির বক্তব্য ও উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, জেলা আওয়ামীলীগ সদস্য এডভোকেট আজমল আলী, গোয়াইনঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফজলুল হক,উপজেলা আওয়ামিলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আলী আমজদ, সাধারণ সম্পাদক হাজী আপ্তাব আলী কালা, সহ-সভাপতি হুমায়ুন কবীর মছব্বির, মোঃ তারা মিয়া,সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহজাহান চৌধুরী, ইউ/পি চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, মাষ্টার ফয়জুর রহমান,উপজেলা যুবলীগ আহবায়ক হাজী আলাউদ্দিন,উপজেলা আওয়ামীলীগ সদস্য হাজী আমিনুল হক,উপজেলা তাঁতী লীগের সভাপতি সাংবাদিক শের তারিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি উমর আলী, সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীন, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি হাতেম আলী মেম্বার, মাহমদ আলী, কাজল সিংহ, শ্রমিক নেতা সোহেল আহমদ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান বাবুল মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা শাহ আলম, আলীম উদ্দিন, ইউ/পি আওয়ামীলীগ সহ-সভাপতি বুরহান উদ্দিন, সেক্রেটারি মতিউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহাবুদ্দিন, ফরিদ উদ্দিন, গোলজার হোসেন, ইউ/ পি আওয়ামীলীগ দপ্তর সম্পাদক আব্দুল আলীম,পূর্ব ইসলামপুর শাখা তাঁতী লীগের সভাপতি আজিজুল হক,সহ সভাপতি বেলাল আহমদ, সাধারণ সম্পাদক পলাশ দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেবনাথ, তাঁতী লীগ নেতা শফরুল ইসলাম সফর, ওয়ার্ড যুবলীগ নেতা রফিক আহমদ, ব্যবসায়ী নেতা সৈয়দুর, ছাত্রলীগ নেতা জাবের আহমদ, ইজাজ রানা প্রমূখ।