surmavoice24.com
সিলেটরবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৩:৩০
আজকের সর্বশেষ সবখবর

৪৩ তম বিসিএসে লাইভস্টক ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হলেন কোম্পানীগঞ্জের আজিজুর রহমান


ডিসেম্বর ৩১, ২০২৩ ২:১০ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মরহুম আব্দুস সালামের ছেলে মোঃ আজিজুর রহমান বিসিএস (পশু সম্পদ) ভেটেরিনারি সার্জন ক্যাডার পদে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে ৪৩তম বিসিএস ক্যাডার ও নন ক্যাডার পদের সুপারিশপ্রাপ্তদের ফলাফল এক বিজ্ঞপ্তিতে প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।

মোঃ আজিজুর রহমান সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভাটরাই উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় এবং জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিভিএম থেকে বিএসসি এগরিকালচারাল সায়েন্সে স্নাতক সম্মান এবং এমএসসি ফার্মাকোলজি-তে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

সুপারিশপ্রাপ্ত বিসিএস ক্যাডার মোঃ আজিজুর রহমান জানান, “আল্লাহর অশেষ রহমতে আমি সুপারিশপ্রাপ্ত হয়েছি। আমার পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা আমার পাশে থেকে সাহস যোগানোর জন্য। সততা ও নিষ্ঠার সাথে যেনো আমি সামনে এগিয়ে যেতে পারি সকলের নিকট এই প্রার্থনা কামনা করি।”

মোঃ আজিজুর রহমানের বড় ভাই সাবেক ইউ/পি সদস্য মোঃ নুরুজ্জামান জানান, “৪৩ তম বিসিএসে বিসিএস ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। পরিবার ও এলাকার মানুষের দোয়া এবং আল্লার রহমতে আমার ভাই আজ এই সাফল্য পেয়েছে। আমার ভাই সততা ও নিষ্ঠার সাথে যেনো সামনে এগিয়ে যেতে পারে সকলের কাছে দোয়া কামনা করছি।”

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।