দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক আশিক মিয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার দুপুরে দোয়ারাবাজার উপজেলা পরিষদের সামনে দোয়ারাবাজার প্রেসক্লাব কর্তৃক আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন দোয়ারাবাজার প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হেলালী, সাংবাদিক আশিস রহমান, আবদাল হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন দোয়ারাবাজার প্রেসক্লাবের উপদেষ্টা বজলুর রহমান, সিনিয়র সহসভাপতি আলা উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সাংবাদিক আল-আমিন, আবু বকর প্রমুখ। এসময় বক্তারা দোয়ারাবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আশিক মিয়ার উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অভিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। মানববন্ধন শেষে দোয়ারাবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দ দোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসানের সাথে মতবিনিময় করেন এবং পুলিশ প্রশাসনকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।