surmavoice24.com
সিলেটসোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১১:২৯
আজকের সর্বশেষ সবখবর

দোয়ারাবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন


জানুয়ারি ১৭, ২০২৪ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক আশিক মিয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার দুপুরে দোয়ারাবাজার উপজেলা পরিষদের সামনে দোয়ারাবাজার প্রেসক্লাব কর্তৃক আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন দোয়ারাবাজার প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হেলালী, সাংবাদিক আশিস রহমান, আবদাল হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন দোয়ারাবাজার প্রেসক্লাবের উপদেষ্টা বজলুর রহমান, সিনিয়র সহসভাপতি আলা উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সাংবাদিক আল-আমিন, আবু বকর প্রমুখ। এসময় বক্তারা দোয়ারাবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আশিক মিয়ার উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অভিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। মানববন্ধন শেষে দোয়ারাবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দ দোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসানের সাথে মতবিনিময় করেন এবং পুলিশ প্রশাসনকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।