সিলেটের কোম্পানীগঞ্জে শাহিনা আক্তার (৩২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁঠালবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের সূত্রে জানা যায়, গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে পুলিশ থানায় নিয়েছে।
আজ (০২ ফেব্রুয়ারী) শুক্রবার সকালে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ। তিনি বলেন, ‘গৃহবধূর মৃত্যুর কারণ উদ্ঘাটনে স্বামীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। উপযুক্ত প্রমাণ সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
শাহিনা আক্তার কাঁঠালবাড়ী গ্রামের সোহেল মিয়ার স্ত্রী। তাঁদের ঘরে দুই সন্তান রয়েছে। শাহিনা স্থানীয় লাছুখাল গ্রামের সিরাজ মিয়ার মেয়ে।
শাহিনার মরদেহের সুরতহাল প্রতিবেদনকারী পুলিশের উপপরিদর্শক আসাদুল ইসলাম জানান, নিহত গৃহবধূর গলায় নখের কাটা দাগ পাওয়া গেছে। বাম গালে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।