surmavoice24.com
সিলেটসোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১১:৪৭
আজকের সর্বশেষ সবখবর

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন সদস্যদের তালিকা প্রকাশ


ফেব্রুয়ারি ৩, ২০২৪ ১০:২১ পূর্বাহ্ণ
Link Copied!

গোয়াইনঘাটের গণমাধ্যমে নিরলসভাবে কাজ করে যাওয়া সাংবাদিক সংগঠন গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন সদস্যের অন্তর্ভুক্ত হলেন ১৭ জন তরুন সাংবাদিক।

গত ১ফেব্রুয়ারী গোয়াইনঘাট প্রেসক্লাব এক বৈঠকে যাচাই-বাছাই কমিটির সিদ্ধান্ত মোতাবেক

তাদের নাম চুড়ান্ত করে সদস্য ঘোষণা করা হয়।

সদস্যরা হলেন দৈনিক ভোরের কাগজের গোয়াইনঘাট প্রতিনিধি মো: নজরুল ইসলাম, দৈনিক আলোকিত সিলেট এর গোয়াইনঘাট প্রতিনিধি আমির উদ্দিন,ক্রাইম সিলেটের সম্পাদক আবুল হোসেন,এনটিভি ইউরোপ গোয়াইনঘাট প্রতিনিধি কাওছার আহমদ রাহাত, সৈয়দ হেলাল আহমদ বাদশা, মো: আজিজুর রহমান, মো: বিলাল উদ্দিন, হারুন আহমদ, লোকমান আহমদ, মো: হুমায়ুন আহমেদ, নাজিম আহমেদ, মো: সাইদুল ইসলাম, মো: বিলাল উদ্দিন, সুহিন মাহমুদ, মো: মনিরুজ্জামান মনির, বদরুল ইসলাম,একাত্তরের কথার গোয়াইনঘাট প্রতিনিধি মো: রিয়াজুল ইসলাম। এছাড়াও ফয়সাল আহমেদ সাগরের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

তরুন সাংবাদিকদের গোয়াইনঘাট প্রেসক্লাবের সদস্য করায় প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন ও সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নবীন সদস্যরা।

অপরদিকে নব মনোনীত সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলার জনপ্রতিনিধি, প্রশাসন, প্রবাসী সংগঠন, সহ বিভিন্ন সংগঠন ও শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ। বার্তায় ব্যাক্তিগন আশাবাদ ব্যক্ত করে বলেন সাংবাদিকরা সমাজের দর্পন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও পরিবেশনে নবীন সদস্যরা প্রবীনদের অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে সুন্দর সমাজ বিণির্মানে মাইলফলক ভূমিকা পালন করবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।