দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: দোয়ারাবাজারে সিলেট গ্যাস ফিল্ডের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা আ’লীগের কার্যালয়ে ৩ শতাধিক হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) পান্না লাল ধর, মহাব্যবস্থাপক (প্রশাসন) প্রকৌশলী আনোয়ার হোসেন ভুঞা, মহাব্যবস্থাপক (সি,এম) ফারুক হোসেন, মহাব্যবস্থাপক (এলপিএম) প্রদীপ কুমার বিশ্বাস, মহাব্যবস্থাপক (পিএন্ডডি) কামরুল ইসলাম মুরাদ, আব্দুল জলিল প্রামানিক, নিধু ভূষব দাস, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুরুল আমিন, আবুল হোসেন, জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল মিয়া, ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম কিরণ, প্রেসক্লাব উপদেষ্টা বজলুর রহমান, দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, সাধারণ সম্পাদক আশিক মিয়া প্রমুখ।