নোমান আহমেদ: বইমেলা আমাদের প্রানের মিলনমেলা। সারা বছর পাঠকেরা অপেক্ষায় থাকে প্রিয় লেখকদের নতুন বই পাওয়ার জন্য।
গত দুই বছরের মত এই বছরও লেখিকা সেলিনা রহমান শেলী’র নতুন উপন্যাস এসেছে একুশে বইমেলায়। উপন্যাসটির নাম শালিক বালিকার প্রেম। উপন্যাসটি সম্পর্কে লেখিকা জানান,”পারিবারিক কাহিনি নিয়ে গড়ে উঠেছে শালিক বালিকার প্রেম।সাথে মিষ্টি এক প্রেমের কাহিনি রয়েছে। উপন্যাসটি পড়ে পাঠক মন ভালোলাগা অনুভূতিতে আচ্ছন্ন হবে। ”
গতবছর প্রকাশিত লেখিকার উপন্যাস ” ক্ষণিক হাওয়া ” সেরা উপন্যাস হিসেবে শুধু পাঠক মনে নয়, সরকারি ভাবে গণগ্রন্থাগারে বই ক্রয়ের জন্যও মনোনীত হয়। সেলিনা রহমান শেলী’র শালিক বালিকার প্রেম উপন্যাসটি পাঠক প্রিয়তা পাবে আশা করছি।
বইমেলায় এশিয়া পাবলিকেশন এর স্টল নং ২৫,২৬,২৭,২৮ এ উপন্যাসটি পাওয়া যাচ্ছে। যারা বইমেলায় যাচ্ছেন অবশ্যই সংগ্রহ করতে পারেন বইটি।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।