surmavoice24.com
সিলেটশনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৯:১৯
আজকের সর্বশেষ সবখবর

সিলেট জেলা গোয়েন্দার জালে ভারতীয় মাদক কারবারি


ফেব্রুয়ারি ২২, ২০২৪ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা থেকে ৯৬ বোতল ভারতীয় অফিসার চয়েস মদসহ একজনকে আটক করেছে সিলেট জেলা গোয়েন্দা (উত্তর) শাখা (ডিবি)। গতকাল বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টায় উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালীবাড়ি এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এঘটনায় কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।

আটককৃত মুঞ্জুর আহমদ (২৯) উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের নাজীরেরগাঁও (মাঝেরটুক) গ্রামের লাল মিয়ার পুত্র। মামলায় আরও দুজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন- একই গ্রামের আব্দুল খালিকের পুত্র দুলন মিয়া (৩৬) ও সমরু মিয়ার পুত্র বুলবুল (২৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা গোয়েন্দা শাখার (উত্তর) উপ-পরিদর্শক অফিসার এয়াকুব হোসেন। তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কোম্পানীগঞ্জ থানায় তাকে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।