সিলেটের গোয়াইনঘাটে মাদ্রাসা পড়ুয়া ১০ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষক কোম্পানীগঞ্জ উপজেলার তুরং গ্রামের হাবিবুর রহমানের পুত্র মুদ্দাছির আহমদ দুলাল। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে রোববার (২৫ ফেব্রুয়ারী) গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী শিক্ষার্থীর মায়ের দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট উপজেলার জামেয়া ইসলামিয়া দারুসসালাম নন্দিরগাঁও মাদরাসায় তার ছেলে বিগত ১ বছর যাবৎ মাদ্রাসার হোস্টেলে থেকে পড়াশোনা করে আসছে। সেখানকার নূরানী বিভাগের শিক্ষক মোঃ মুদ্দাছির আহম্মদ (দুলাল) বিভিন্ন সময়ে তার ছেলেকে বলৎকার করে আসছেন।ওই শিক্ষার্থীকে বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন করে আসছেন, যাতে সে বাহিরে এই ঘটনা প্রকাশ না করে। অভিযোগ সূত্রে আরো জানা যায়, বিগত ৬ মাস যাবত ওই শিক্ষক এমন কুকর্ম করে আসছেন। কিন্তু এই শিশু শিক্ষার্থী ভায়ে কাউকে কিছু বলেনি।
গত ২১ শে ফেব্রুয়ারী রাতে অভিযুক্ত শিক্ষক মোঃ মুদ্দাছির আহম্মদ (দুলাল) ওই শিশু শিক্ষার্থীকে পুনরায় মাদ্রাসার নিচ তলার একটি কক্ষে ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক বলৎকার করেন। ২৪ ফেব্রুয়ারী ওই শিক্ষার্থীর মা তার ছেলেকে মাদরাসায় দেখতে গেলে ছেলের কাছ থেকে বিষয়টি অবগত হোন। অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবি করে সোমবার (২৫ ফেব্রুয়ারী) ওই শিক্ষার্থীর মা গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
জানতে চাইলে, গোয়াইনঘাট থানার ওসি তদন্ত মেহেদী হাসান বলেন, মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে।