surmavoice24.com
সিলেটমঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ২:১৪
আজকের সর্বশেষ সবখবর

পাঁচ সিটি মেয়র পদপ্রার্থীকে সিলেট আ’লীগের শুভেচ্ছা


এপ্রিল ১৬, ২০২৩ ২:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

আসন্ন দেশের পাঁচ সিটিতে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত মেয়র পদপ্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে পাঁচ সিটি কর্পোরেশনের মধ্যে গাজীপুর সিটিতে আজমত উল্লাহ খান, রাজশাহী সিটিতে এ বি এম খায়রুজ্জামান লিটন, খুলনা সিটিতে তালুকদার আবদুল খালেক, বরিশাল সিটিতে খোকন সেরনিয়াবাত ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আনোয়ারুজ্জামান চৌধুরী দলীয় মনোনয়ন পান।

শনিবার (১৫ এপ্রিল) গণভবনে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে মেয়র প্রার্থীদের নাম চূড়ান্ত হয়।

এদিকে এক বিবৃতিতে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান এবং সিলেট  মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন আধ্যাত্বিক নগরী সিলেট সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা কে ধন্যবাদ জানান।

একই সাথে সিলেট সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন লাভ করায় নেতৃবৃন্দ মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে অভিনন্দন জানান।

সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দিন প্রেরিত অভিনন্দন বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।