surmavoice24.com
সিলেটশনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪০
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের দুইদিন পর নববধূ উধাও, স্বামীর আত্মহত্যা


মার্চ ১৫, ২০২৪ ৯:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

ধুমধাম করে বিয়ের মাত্র ২ দিন যেতে না যেতেই বাসায় চিরকুট লেখে পুরোনো প্রেমিকের সঙ্গে নববধূ পালিয়ে যায়। এতে রাগ, ক্ষোভ আর অপমানে বিষপানে আত্মহত্যা করেছেন স্বামী।

মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর শহরের কোড়ালিয়ায় নববধূর ভাড়া বাসার এক কক্ষে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

নিহত ইবাদ খান চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য সুলতানা বেগম ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম খানের ছেলে। তিনি একটি বেসরকারি হাসপাতালের মার্কেটিংয়ে কাজ করতেন। পরিবারে দুই ভাইবোনের মধ্যে তিনি বড়।

পলাতক নববধূ খাদিজা আক্তার চাঁদপুরের বিআইডব্লিউটিএর পরিদর্শক পাইলট দিদারুল আলমের মেয়ে।

চাকরির সুবাদে তারা চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডে ভাড়া বাসায় থাকেন।

স্থানীয়রা জানান, ৮ মার্চ পারিবারিকভাবে ইবাদের সঙ্গে খাদিজার বেশ ধুমধাম করেই বিয়ে হয়েছিল। নববধূ খাদিজা ১১ মার্চ স্বামীর বাড়িতে আসার কথা থাকলেও সে অসুস্থ দাবি করে পরদিন মঙ্গলবার যাওয়ার কথা জানায়। কিন্তু সোমবার রাতেই খাদিজা একটি চিরকুট লিখে তার পুরোনো প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। যা জানতে পেরে ইবাদ ১২ মার্চ তার শ্বশুরবাড়িতে থেকে তার বাবা-মাকে বিষয়টি অবগত করে। পরে বিকেলে ইবাদের বাবা-মা ছেলের শ্বশুরবাড়িতে যান।

এতে খাদিজার বাবা ইবাদের বাবাকে থানায় গিয়ে অভিযোগ করার পরামর্শ দেন। এ সময় ইবাদ অন্য কক্ষে ছিলেন। পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে হঠাৎ চেঁচামেচির শব্দ শুনে ওই কক্ষে গিয়ে দেখে ইবাদ বিষ খেয়ে ছটফট করছে। এরপর হাসপাতালে নেওয়ার আগেই ইবাদ মারা যায়।

এ বিষয়ে ইবাদ খানের মা সুলতানা বেগম বলেন, বুধবার (১৩ মার্চ) ময়নাতদন্ত শেষে বাদ আসর ইবাদের জানাজা শেষে নিজ বাড়ির কবরস্থানে তাকে দাফন করা হয়। এ ঘটনায় নববধূ খাদিজা আক্তারের উপযুক্ত বিচার চাচ্ছি।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম বলেন, ইবাদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।