নিজস্ব প্রতিবেদক: ভারতীয় ফেন্সিডিলবাহী একটি সিএনজি তেলিখাল থেকে দক্ষিণ রণিখাই ইউনিয়নে যাওয়ার সময় পুলিশের হাতে আটক হয়েছে। এ সময় একজনকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। রোববার দুপুর ১টা ৪০ মিনিটের সময় বঙ্গবন্ধু হাইটেক পার্কের সামনে থেকে এসব মাদক ও একটি সিএনজি আটক করেন। আটক ব্যক্তি উপজেলার গৌড়িনগর গ্রামের ইউসুফ আলীর পুত্র পাবেল আহমদ (২৪)। এ সময় বস্তাবন্দি অবস্থায় ৬৮ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করেন পুলিশ।
সিলেটের কোম্পানীগঞ্জে সাম্প্রতিক সময়ে পুলিশের চোখে ধুলো দিয়ে মাদক কারবারিরা বিভিন্ন উপায়ে মাদক চোরাচালান করে আসছে। সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে পুলিশের তৎপরতা বাড়ালে চোরাকারবারি তাদের কৌশল বদলের চেষ্টা করছে। রোববার দুপুরে তেলিখাল থেকে দক্ষিণ রণিখাই অভিমুখে যাওয়ার সময় ফেন্সিডিলবাহী একটি সিএনজি সহ দুই মাদক কারবারিকে ধাওয়া করেন কোম্পানীগঞ্জ থানার উপ পরির্দশক অজয় রায়। ধাওয়া খেয়ে একজন মাদক কারবারি পালিয়ে গেলেও পুলিশের হাতে অন্যজন আটক হোন। পলাতক ব্যক্তি আব্দুস সাত্তারের পুত্র মোশাহিদ আলী। উভয়ই উপজেলার গ্রামের গৌড়ি নগর গ্রামের বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে যৌথভাবে ভারতীয় ফেন্সিডিল ও মদের ব্যবসা করে আসছিল।
দক্ষিণ রণিখাই ইউনিয়ন বিট পুলিশ কর্মকর্তা এসআই অজয় রায় প্রতিবেদককে বলেন, গত দুই মাসে আমি এই বিটের দায়িত্ব নেওয়ার পরে মাদক কারবারিরা আত্মগোপনে চলে যায়। তবে গোপনে তাদের কার্যক্রম চালানোর খবর পাই। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান দিয়ে এক মাদক কারবারিকে আটক করি।
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন কোম্পানীগঞ্জ থানা পুলিশ। উদ্ধারকৃত মাদক মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর প্রতিবেদককে বলেন, ছোট বড় সকল মাদক কারবারির তালিকা হাতে রয়েছে। পর্যায়ক্রমে সকলকেই আইনের আওতায় আনা হবে। মাদকের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।