surmavoice24.com
সিলেটশুক্রবার, ১৪ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২১
আজকের সর্বশেষ সবখবর

এমসি কলেজ ছাত্রলীগের কমিটিতে কোম্পানীগঞ্জের দুইজন স্থান পেয়েছে


মার্চ ২৭, ২০২৪ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ দুই দশক পর সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রলীগের কমিটির অনুমোদন দেয়া হয়েছে। ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ সভাপতি পদে স্থান পেয়েছেন কোম্পানোগঞ্জের দুইজন। যথাক্রমে আপন মিয়া ও কাওছার আহমেদ।

গত শুক্রবার (২৩ মার্চ) রাতে সিলেট মহানগর ছাত্রলীগ সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক মো. নাঈম আহমদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এক বছর মেয়াদি এমসি কলেজে ১১০ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন।

সেখানেই সহ সভাপতি পদে আপন মিয়া ও কাওছার আহমেদ। আপন মিয়া উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ইসলামপুর ও কাউছার আহমদ পূর্ব ইসলামপুর ইউনিয়নের ভাটরাই গ্রামে তার বাড়ী।

 

আপন মিয়া বলেন, আমি প্রথমেই শ্রদ্ধাভরে স্বরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে, যার নিজ হাতে গড়া এই সংগঠন। সেই সাথে অপার কৃতজ্ঞতা জানাচ্ছি সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার। কৃতজ্ঞতা জানাচ্ছি সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক মো. নাঈম আহমদ এর প্রতি। আমি তৃনমুল থেকে উঠে আসা কর্মী আমি আজ দেশের একটি সুনামধন্য কলেজে ছাত্রলীগের সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছি এতে আনন্দিত। এজন্য আমি সবার কাছে দোয়া চাই। আমি যেন আমার অর্পিত সকল দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে পারি। জননেত্রী শেখ হাসিনার পথকে মসৃন রাখা এবং আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের জন্য সক্রিয় ভুমিকাটুকু যেন রাখতে পারি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।