surmavoice24.com
সিলেটরবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৩:৫২
আজকের সর্বশেষ সবখবর

১০ ব্যক্তিকে ৩ মাসের সাজা দিলেন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট


মার্চ ২৯, ২০২৪ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

শের তারিকুল ইসলাম: সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রের পাথর চুরি করা অবস্থায় ১০ ব্যাক্তিকে আটক করেন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ব্যক্তিদের প্রত্যেককে ৩ মাসের কারাদন্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট হিসেবে আটক ব্যক্তিদের দন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ। এ সময় উপস্তিত সিলেট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুল হুদা। বৃহস্পতিবার দিবাগত রাত সারে ১২ টায় ধলাই নদী সংলগ্ন নতুন বাজারের নিচ থেকে পাথর পরিবহনকালে তাদের আটক করেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হচ্ছে কালাইরাগ গ্রামের হারিস আলীর পুত্র বাবুল মিয়া ও তারই পুত্র সজল মিয়া, উপজেলার নিগারপাড় গ্রামের সায়েদ আলীর পুত্র মহিবুর রহমান, কালীবাড়ি গ্রামের মনির হোসেনের পুত্র আহমদ আলী, রাধানগর গ্রামের আব্দুল হাসিমের পুত্র নজরুল ইসলাম,

একই গ্রামের জমির আলীর পুত্র দেলোয়ার মিয়া ও আব্দুর রশিদের পুত্র হরমুজ আলী, সুনামগঞ্জ জেলার বিশম্বরপুর উপজেলার
মাছিমপুর গ্রামের নেকবর আলীর পুত্র হারুনুর রশিদ ও একই উপজেলার মতুর কান্দি গ্রামের তারা মিয়ার পুত্র আনোয়ার হোসেন।

এদিকে ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেটের অভিযান চলাকালীন সময়েও থামেনি সাদা পাথর চুরি। অভিযানের এক ঘন্টা পরেই শত শত ব্যক্তি সংঘবব্ধ হয়ে সাদা পাথর চুরি করতে যাওয়ার তথ্য মিলেছে। রাত সোয়া একটা থেকে ভোর সাতটা পর্যন্ত পাথর চুরির হিরিক চলে। স্পট থেকে বারকি নৌকাযুগে এসব পাথর প্রথমে দয়ার বাজার ও নতুন বাজারের নিচে মজুদ করে। এরপর হাইড্রোলিক ট্রাক দিয়ে ধূপাগুলের বিভিন্ন ক্রাসার মিলে পৌছে দিচ্ছে পাথর চোর চক্রের সদস্যরা। এভাবে গত কয়েক মাস ধরেই ভোলাগঞ্জের এ পর্যটন কেন্দ্র থেকে চলছে পাথর চুরি হচ্ছে।

 

রাহাত আহমদ নামে এক ব্যক্তি জানান, প্রতি রাতেই এই স্পট থেকে পাথর চুরি হচ্ছে। প্রতিদিনই ভোর অথবা সন্ধায় সালুটিকর পয়েন্টে দাড়ালে ট্রাক দিয়ে পাথর চুরির দৃশ্য দেখা যায়। এভাবে চলতে থাকলে পর্যটন কেন্দ্রে ঘুরতে আসা পর্যটকরা আগ্রহ হারিয়ে ফেলবে। আলিম উদ্দিন নামে গোয়াইনঘাট উপজেলার এক সাংবাদিক জানান, গতরাত প্রায় সোয়া একটার সময় ভোলাগঞ্জ ১০ নং নৌকা ঘাটে ঘুরতে গিয়েছিলাম। দেখলাম অসংখ্য মানুষ পাথর চুরিতে ব্যস্ত।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।