surmavoice24.com
সিলেটসোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪২
আজকের সর্বশেষ সবখবর

নবীনগরের জাফরাবাদ বালু মহালে ভ্রাম্যমাণ আদালতের হানা


এপ্রিল ১, ২০২৪ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জাফরাবাদ বালু মহালে অতিরিক্ত ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার দায়ে ৫ লক্ষ টাকা জরিমানা ও চর মানিকনগরে নদীর পাড়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৩ জনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

দন্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছে নরসিংদীর শান্তিপুরের আব্দুল বাতেনের পুত্র বাদশা মিয়া (১৯), ময়মনসিংসের ধোবাউড়ার দশা গ্রামের দুলাল মিয়ার পুত্র জসিম উদ্দিন (১৮), উপজেলার কনিকাড়া গ্রামের মিজান মিয়ার পুত্র ইকবাল হোসেন (২৮)। ৫ লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত সাদেক মিয়া (৩৭) উপজেলার নুরজাহানপুর গ্রামের রেজন মিয়ার পুত্র।

সোমবার (০১ এপ্রিল) নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট হিসেবে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরোদ্ধে এ অভিযান পরিচালনা করেন।

সূত্রে জানা যায়, জাফরাবাদ বালুমহালে অতিরিক্ত ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ পাওয়ার পর মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় নির্দিষ্ট সংখ্যক ড্রেজারের চেয়ে বেশি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অপরাধে ইজারাদার প্রতিনিধি সাদেক মিয়াকে ৫ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়।
এছাড়া চর মানিকনগরে মেঘনা নদীর পাড়ে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করার সময় ৩ জনকে আটক করা হয়। আটক ৩ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

 

অভিযান পরিচালনা শেষে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম বলেন, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ বালু উত্তোলনকারীরা যতই প্রভাবশালী হউক না কেন তাদেরকে আইন মেনেই বালু উত্তোলন করতে হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।