surmavoice24.com
সিলেটরবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:৫২
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে দুই গৃহবধুর রহস্যজনক মৃত্যু


এপ্রিল ২, ২০২৪ ১১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জে একই দিনে দুই গৃহবধুর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতরা হচ্ছে উপজেলার দক্ষিণ কাঠালবাড়ি গ্রামের রুবেল মিয়ার স্ত্রী লুৎফা বেগম এবং গোয়াইনঘাট উপজেলার লাবু মাতুরতাল বাজারের জুবেল মিয়ার স্ত্রী রুবিনা (২০)।

থানা সূত্রে জানা যায়, গত রোববার রাত আনুমানিক সারে ১১টার সময় দক্ষিণ কাঠাল বাড়ি গ্রামের রুবেল মিয়া তার স্ত্রী লুৎফা বেগম (২৫)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার জন্যে নিয়ে আসেন। এ সময় দায়িত্বরত চিকিৎসকরা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পূর্বেই রোগী মারা গেছে। এরপর  কোনো এক সময় নিহতকে নিয়ে বাড়িতে চলে যায় তার স্বামী ।

খবর পেয়ে পরদিন ভোরে মৃত্যুর কারন উদ্ধারে নিহতের লাশ উদ্ধার করেন কোম্পানীগঞ্জ থানা পুলিশ। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ সময় সন্ধেহজনক আচরণ দেখায় নিহতের স্বামী রুবেল মিয়াকে আটক করেন থানা পুলিশ।

এদিকে রোববার দিনগত রাত আনুমানিক ২টার সময় উপজেলার টুকেরগাঁও গ্রামের আবুল মিয়ার কলোনির ভাড়াটিয়া রুবিনা বেগম (২০) এর ঘেঙানর আওয়াজ শুনতে পেয়ে প্রতিবেশী নাজমা বেগম ছুটে আসেন। তিনি দেখতে পান রুবিনা বেগম কিটনাশক পান করে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। তবে রহস্যজনক কারনে রুবিনাকে হাসপাতালে না নিয়ে বাসার মধ্যেই প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। সকাল আনুমানিক ১০ টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনা পরপর নিহতের স্বামী জুবেল মিয়া উধাও।
নিহত দুই গৃহবধূর লাশের সূরতহাল শেষে সিলেট এমএজি হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

দুই গৃহবধূর মৃত্যুর কারন উদঘাটনের চেষ্টা চলছে বলে জানান কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর। তিনি আরও জানান উভয় ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।