surmavoice24.com
সিলেটসোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১০:২৫
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে উদ্ধারকৃত চোরাই গরুর মাংস এতিমখানায় বিতরণ


এপ্রিল ৬, ২০২৪ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ থেকে চোরাইকৃত উদ্ধারকৃত গরুর মাংস স্থানীয় মাদরাসায় বিতরণ করা হয়েছে। শনিবার রাত ৭টার সময় উপজেলার টুকের বাজারে উদ্ধারকৃত মাংসের দোকানের সামনে প্রকাশ্যে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। থানা পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খাঁনের উপস্থিতিতে বিতরণের সময় উপস্থিত ছিলেন মিডিয়া অফিসার এসআই মাসুদ রানা সহ বিভিন্ন মাদরাসার মোহতামিম,ইমাম সহ পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে শুক্রবার সকালে টুকের বাজার থেকে প্রায় দেড় মন চোরাই গরুর মাংস জব্দ করেন কোম্পানীগঞ্জ থানা পুলিশ। এ সময় চোর চক্রের তিন সদস্যকে প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়। তাদের জবানবন্দিতে এ চক্রের আরও চার সদস্যকে এজাহারে নামোল্লেখ ও অজ্ঞাত ৪/৫ জনকে দেখিয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন কাঠালবাড়ি গ্রামের সবুজ মিয়ার পুত্র বিল্লাল মিয়া।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।