দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:- দোয়ারাবাজার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন রশীদের উপর সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। শনিবার বিকেলে উপজেলা সদরে তার উপর সন্ত্রাসী হামলা করেন উপজেলার মান্নার গাঁও ইউপি সদস্য ফরহাদ আলম। এসময় প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য ভর্তি করেন।
জানা যায়, শনিবার বিকেলে সাংবাদিক হারুন রশীদ উপজেলা সদরে আসলে ইউপি সদস্য ফরহাদ আলম তাকে দেখেই অতর্কিত হামলা চালায় এবং বেধড়ক মারধর করে। পরে আহত হয়ে পড়লে প্রত্যক্ষদর্শীরা তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
এ ঘটনায় দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, সাধারণ সম্পাদক আশিক মিয়া সিনিয়র সহসভাপতি আবু সালেহ মোঃ আলা উদ্দিন সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ তীব্র নিন্দা জানান এবং হামলাকারী ইউপি সদস্য ফরহাদ আলমকে দ্রুত গ্রেফতারের দাবি জানান।
জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি মোঃ বদরুল হাসান বলেন, সাংবাদিক নির্যাতনকারী ইউপি সদস্যকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।