surmavoice24.com
সিলেটসোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৪
আজকের সর্বশেষ সবখবর

পাথর কোয়ারী নিয়ে মন্ত্রী ইমরান আহমদ যে কথা বললেন


এপ্রিল ১৭, ২০২৩ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে পাথর কোয়ারী খুলার বিষয়ে পরোক্ষভাবে প্রশ্ন ছুড়ে দিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শামিম আহমদ শামিম বলেন, আমাদের পার্শ্ববর্তী উপজেলা গোয়াইনঘাটের বিছনাকান্দিতে পাথর কোয়ারী চলে কিন্তু আমরার কোম্পানীগঞ্জে পাথর কোয়ারী চলে না। এর প্রতিউত্তরে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ইমরান আহমদ বললেন, বিছনাকান্দি কোনো কেন চলে তা বিছনাকান্দিতে খবর নেন। কোন কোয়ারী কেন চলে আর শাহ আরফিন টিলা কোয়ারি যে এখনো চলতেছে তা কেউ বলে না! আমরার মন পরিষ্কার থাকলে সব পরিষ্কার থাকে।

আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে ” ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ইমরান আহমদ এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, জেলা পরিষদের সদস্য তামান্না আক্তার হেনা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল বিশ্বাস ও মো. ইয়াকুব আলী (সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান,উপজেলা পরিষদ), উপজেলা নারী ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন কবির মছব্বির, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান, দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আলা উদ্দিন, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান ও, রাসেল আহমদ,উপজেলা তাঁতী লীগের সভাপতি তারিকুল ইসলাম সহ সভাপতি আল হাদি,সাধারণ সম্পাদক জিকরুল ইসলাম,তথ্য ও গবেষণা সম্পাদক জীবন আহমদ, মানব সম্পদ বিষয়ক সম্পাদক শাহ জাহান,উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সিরাজুল হক,রুপক চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক আমীর দেওয়ান, সাংস্কৃতিক সম্পাদক ওমর আলী, দপ্তর সম্পাদক নাঈম আহমদ অনন্ত, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেষে মন্ত্রী মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাবলেট কম্পিউটার বিতরণ করেন। পরে তিনি উপজেলার ভূমিহীন, গৃহহীন ও সুবিধাবঞ্চিত দুই হাজার ২৫০ জনকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এর আগে তিনি উপজেলার দুইজন কৃষকের মাঝে সরকারী ৭০ পার্সেন্ট ভূর্তুকি মূল্যের হারভেস্টরের চাবি তুলে দেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।