সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে পাথরবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকাশার মুখামুখি সংঘর্ষে নিহত দুইজন ও আহত হয়েছে ৪ জন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৮টায় কোম্পানীগঞ্জের গৌরিনগর ও খাগাইল ফুয়েল পাম্পের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার লুবিয়া গ্রামের মোতালিব মিয়ার পুত্র হারুনুর রশিদ (৪০) ও নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার বিশরপাশা গ্রামের রনুজিৎ সাহার পুত্র পার্থ সাহা (২৩)। নিহত পার্থ সাহা উপজেলার দয়ার বাজারে থাকত।
আহত ৪জন হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার নয়াগাঙ্গের পাড় গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র শাহ আলম (৪৫), দুর্ঘটনায় নিহত হারুনুর রশিদের ভাই নয়ন মিয়া (২৫), সিলেটের দক্ষিণ সুরমার এখলাছ মিয়া ও সিএনজি অটোরিকশা চালক লিমন (২২)। আহতদেরকে তাৎক্ষণিকভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলাগঞ্জ থেকে সিলেটগামী পাথরবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় সিলেট থেকে কোম্পানীগঞ্জের দিয়ে আসা সিএনজি অটোরিকশার। এ সময় ট্রাকের ধাক্কায় ধুমরমুচরে যায় অটোরিকশাটি।
অটোরিকশায় থাকা ৬ যাত্রীই ঘোরতর আহত হয়। ঘটনাস্থলে মারা যায় পার্থ সাহা। স্থানীয়রা বাকি ৫ জনকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠান। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুনকেও মৃত ঘোষণা করেন। যানা যায়, নিহত পার্থ সাহা ভাগ্যের সন্ধানে আগামী ৬ মে সৌদি আরব যাওয়ার কথা ছিল।
দূর্ঘটনার পর ঘাতক ট্রাক ও দূর্ঘটনার শিকার অটোরিকশাটি থানায় নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।