surmavoice24.com
সিলেটসোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩১
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে নুরুল হ ত্যাকারীদের ফাঁ সির দাবিতে মানববন্ধন


এপ্রিল ২৯, ২০২৪ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জে নুরুল আলম হত্যাকারীদের ফাঁসির দাবিতে সোমবার (২৯ এপ্রিল) বিকেলে পাড়ুয়াস্থ সাকেরা পয়েন্টে স্বজন ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন সভায় বক্তব্য রাখেন আসাদুজ্জামান বতুল্লাহ,রফিকুল মিয়া, মনজু মিয়া, দিলোয়ার হোসেনসহ স্বজন ও এলাকাবাসী।

নিহতের বৈপিত্রেয় বড় ভাই দেলোয়ার হোসেন বলেন, ঘটনার ২৪ ঘন্টার পরে ঘটনাস্থলে পুলিশ এসেছেন। নুরুল আলম হত্যাকান্ডে জড়িত আসামীদের গ্রেফতার ও ওসি গোলাম দস্তগীর প্রসঙ্গে দেলোয়ার হোসেন আরও বলেন, এই রকম ওসি যদি কোম্পানীগঞ্জ থানায় থাকে তবে কেউ বিচার পাইত নায়।

নিহতের ভাই দেলোয়ার হোসেনের বক্তব্যের প্রেক্ষিতে ওসি গোলাম দস্তগীর বলেন,খুব ভোরেই ঘটনাস্থলে গিয়েছি। তবে প্রতিবেদকের তথ্যানুসন্ধানে জানা যায়, সকাল ১১ টা থেকে সারে ১১টায় ঘটনাস্থলে পৌছেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর।

প্রসঙ্গত, গত ৩০ মার্চ পাওনা টাকা চাওয়া নিয়ে মারামারিতে মাওলানা আক্তার হোসেনের লাঠির আঘাতে ঘোরতর আহত হন নুরুল আলম। এতে নুরুলের মাথায় জখম ও রক্তাক্ত হয়। পরে নুরুলকে উদ্ধার করে অবস্থা গুরুতর হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়। ঐইদিন রাত ৩ টার দিকে নুরুল আলম ওসমানী হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরে গত ১ এপ্রিল নিহতের বড়ভাই ফরহাদ আলম বাদি হয়ে ৫জনকে উল্লেখ করে অজ্ঞাতনামা ৬/৭ জনের নামে মামলা দায়ের করেন।

অপরদিকে হত্যার জেরে বাদি পক্ষের লোকজন বিবাদির পক্ষের লোকদেরকে মারধর ও হামলার অভিযোগে প্রধান আসামি আক্তার হোসেনের মা জয়নব বেগম বাদি হয়ে গত ৪ এপ্রিল ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ জানান, সোমবার ২৯ এপ্রিল নুরুল আলম হত্যার ৪ জন আসামি আক্তার হোসেন, ইকবাল হোসেন, আনোয়ার হোসেন ও রেহেনা বেগম আদালতে আত্মসমর্পণ করে। আদালত তাদেরকে জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে। বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত আসামীদের রিমান্ডের জন্য আদালতে আবেদন করার প্রস্তুতি চলছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।