surmavoice24.com
সিলেটশুক্রবার, ১৪ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৮
আজকের সর্বশেষ সবখবর

‘সাংবাদিকরা দেশ ও জাতির অমূল্য সম্পদ’, দেওয়ান আশরাফী চৌধুরী


এপ্রিল ১৭, ২০২৩ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

দোয়ারাবাজার প্রতিনিধি: দোয়ারাবাজার প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী’র সভাপতিত্বে ও সহসভাপতি কামাল পারভেজ এবং সাধারণ সম্পাদক আশিক মিয়ার যৌথ সঞ্চালনায়

ইফতার পূর্ব এক আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান তানভীর আল আশরাফী চৌধুরী বাবু।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, সাংবাদিকরা দেশ ও জাতির অমূল্য সম্পদ। তিনি দোয়ারাবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ভুয়সী প্রশংসা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদ সদস্য আবদুল খালেক বলেন, দোয়ারাবাজার উপজেলায় অপ-সাংবাদিকতার রুখতে প্রেসক্লাব নেতৃবৃন্দ সজাগ দৃষ্টি রাখতে হবে।
বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ মোরশেদ মিশু, জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট চাঁনমিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার, কেন্দ্রীয় জাপার নির্বাহী সদস্য ও উপজেলা জাপার সভাপতি আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ এ এফ এম সৈয়দ হোসেন কবীর, উপজেলা প্রকৌশলী মনসুরুল হক, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) আম্বিয়া আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক রঞ্জন পুরকায়স্থ, উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলাম, সোনালী ব্যাংক লিমিটেড’র ব্যবস্থাপক মাহফুজুল হক, দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ডা: হাসান মাহমুদ, ডা: এসএম শফিকুল ইসলাম, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি শফিকুল ইসলাম বাবুল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাস্টার শহিদ মিয়া, শিক্ষক নেতা মাস্টার আবুল কাশেম, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ডা: শফিকুল ইসলাম, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা জিয়া উদ্দিন, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল হান্নান, নদী ভাঙন প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, মাও. আব্দুল মজিদ, যুবলীগ নেতা যুবরাজ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক রুহুল ফেরদৌস পুলক, শ্রমিক নেতা সদরুল ইসলাম, হরিধন দাস, দোয়ারাবাজার প্রেসক্লাবের উপদেষ্টা বজলুর রহমান, সিনিয়র সহসভাপতি মোঃ আলা উদ্দিন, যুগ্ম সম্পাদক হারুন অর রশীদ, অর্থ সম্পাদক আশিস রহমান, সদস্য হাফেজ সেলিম আহমদ, এসএম আবুবকর, ইয়াসিন আলী প্রমুখ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।