রাত পোহালেই ভোট অনুষ্ঠিত হবে। ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার সং্খ্যা ১১৯৯৪২। পুরুষ ভোটার ৬৩৭৫৫। মহিলা ৫৬১৮১। মোট ভোট কেন্দ্র ৪০ টি। সাধারণ কেন্দ্র ১৫ টি এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র ২৫টি। উপজেলা চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছে। মোটরসাইকেল প্রতিকে বর্তমান চেয়ারম্যান শামিম আহমদ শামিম। আনারস প্রতিকে মজির উদ্দিন ও ঘোড়া প্রতিকে রশিদ আহমদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছে। ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা।
রাত পোহালেই ভোট গ্রহণ শুরু হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এদিকে ঘোড়া প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী রশিদ আহমদের বিরুদ্ধে একটি পক্ষ অপপ্রচার করছে বলে জানা যায়। লোক মুখে জানা যায়, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শামিম আহমদ পক্ষের লোকজন আরেক প্রতিদ্বন্ধি রশিদ আহমদ নাকি শামিম আহমদ সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে গেছেন। এ বিষয়ে ঘোড়া প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী রশিদ আহমদ প্রতিবেদককে বলেন, আমার বিরুদ্ধে একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে। আমি নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছি। কেউ আমার বিরুদ্ধে অপপ্রচার চালালে আমি এর নিন্দা জানাই। বিষয়টি উপজেলা নির্বাচন কমিশনকে অবগত করেছি।