surmavoice24.com
সিলেটশুক্রবার, ১৪ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ২:০৩
আজকের সর্বশেষ সবখবর

চেঙ্গেরখালে ইজারবর্হিভূত স্থান থেকে বালু উত্তোলন, দুই নৌকা জব্দ


মে ২৫, ২০২৪ ১১:২৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের চেঙ্গেরখালে ইজারাবর্হিভূত স্থান থেকে বালু উত্তোলনকালে ক্ষুব্ধা জনতার হাতে দুইটি নৌকা আটক হয়। সকাল ১০টায় আটক নৌকা গুলো সদর উপজেলা এসিল্যান্ড মাহবুবুল ইসলামের কাছে হস্তান্তর করেন স্থানীয় জনতা। বর্তমানে নৌকা দুটি জালালবাদ থানা হেফাজতে রয়েছে।

জালালাবাদ থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান প্রতিবেদককে বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করছিল নৌকা দুটি। নৌকা দুটি মালিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা যায়, দীর্ঘদিন যাবত চেঙ্গেরখাল থেকে একটি চক্র সরকারী রাজস্ব ফাকি বালু উত্তোলন করছিল। রাতের বেলায় স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে খালের পাড় ঘেঁষে বালু উত্তোলন করছিল সে চক্রটি। খাল ঘেঁষে বালু উত্তোলন করায় হুমকির মুখে রয়েছে খাল পাড়ের অসংখ্য বসতভিটা। গতকাল রাত ৩টার সময় ১০/১২টি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা অবস্থায় দুইটি নৌকা আটক করেন স্থানীয় জনতা। আটককৃত নৌকার মালিক হচ্ছে সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের চামারাকান্দি গ্রামের আব্দুর রব মিয়ার পুত্র খোকন আহমদ ও একই গ্রামের আব্দুল মান্নান মিয়ার পুত্র ফরিদ মিয়া।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।