surmavoice24.com
সিলেটশনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩০
আজকের সর্বশেষ সবখবর

ধলাই নদীতে ৪দিন পর নিখোঁজ শ্রমিকের লা শ উদ্ধার


মে ৩১, ২০২৪ ১১:২৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিখোঁজের ৩ দিন পরে ভেসে উঠেছে জুবেলের মরদেহ। শুক্রবার রাত সাড়ে ৮টায় ধলাই নদীর ভোলাগঞ্জ গুচ্ছগ্রামের পূর্ব পাশের মাঝ নদীতে লাশটি ভেসে ওঠে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

জুবেল আহমদ (২১) কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া বদিকোনা গ্রামের সামছুল ইসলামের পুত্র।

জানা যায়, সোমবার রাতে ধলাই নদীর কালাইরাগ এলাকা দিয়ে সাদা পাথর আনতে যান নিখোঁজ জুবেল ও তার সহযোগীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাত ১২টার দিকে প্রবল ঢেউয়ে পাথর বোঝাই নৌকাটি ডুবে যায়। এসময় তার সহযোগীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও প্রবল স্রোতে তলিয়ে যায় জুবেল। অনেক খোঁজাখুজি করে তার সহযোগীরা সন্ধান পেতে ব্যর্থ হন। পরে মঙ্গলবার তাকে উদ্ধারে নামে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। এদিন অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ জানান, ধলাই নদীতে নিখোঁজ জুবেলের লাশ ভেসে ওঠে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেখানে স্বজনরা জুবেলের লাশ বলে চিহ্নিত করেছেন। লাশ সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।