দায়িত্ব গ্রহণ করলেন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যান মজির উদ্দিন। সোমবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিতব্য সভায় সাবেক চেয়ারম্যান শামিম আহমদ শামিমের কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপি। এ সময় নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান লাল ও মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও বিদায়ী চেয়ারম্যান শামিম আহমদ শামিমকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান নব নির্বাচিত চেয়ারম্যান মজির উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর আলম,৩নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আব্দুল ওয়াদুদ আলফু মিয়া,৪ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু,৫নং উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়জুর রহমান মাস্টার। আরও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন,যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, আনসার ভিডিপি কর্মকর্তা সেলিনা বেগম, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, থানা সদর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংকর দাশ, উপজেলা তাঁতী লীগের সভাপতি সাংবাদিক শের তারিকুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক হাজী আলা উদ্দিন, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান ও রাসেল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা গোলজার আহমদ ও সাহাব উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ওমর আলী ও সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীন প্রমুখ।