কোম্পানীগঞ্জের বন্যাকবলিত এলাকার পরিদর্শন শেষে রান্না করা খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।
শুক্রবার দুপুর তিনটার সময় উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। বিকেলে বঙ্গবন্ধু হাইটেক পার্ক ও ফেদারগাঁও উচ্চ বিদ্যালয়ের বন্যা আশ্রয়কেন্দ্রে রান্না করা খাবার, শুকনো খাবারের প্যাকেট ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন।
ত্রাণ বিতরণ শেষে জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সিলেট জেলার বন্যাদুর্গতদের কেউ অভূক্ত থাকবে না। আমাদের পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সহায়তা রয়েছে। নিয়মিত ত্রাণ দেওয়া হচ্ছে। তিনি বলেন, আজ কোম্পানীগঞ্জ উপজেলার বন্যাদুর্গত ৩০০ জনকে রান্না করা খাবার ও ১৫০ পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। আমাদের ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।
ত্রান বিতরণ ও পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (সার্বিক)
মোহাম্মদ মোবারক হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান রাসেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া, সহকারী কমিশনার (ভূমি) এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, ৫ নং উত্তর রণীখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার ফয়জুর রহমান, ওসি তদন্ত মনিরুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুৎ কান্তি দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উপজেলা তথ্য সূত্রে জানা যায়, পানি কমতে শুরু করেছে। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রয়েছেন ১৫ শ’ ৯০ জন। এ পর্যন্ত ১০১ মেট্রিকটন চাল, নগদ ৩ লক্ষ ৬০ হাজার টাকা ও ৩০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।