বন্যায় ভাসছে সিলেটের ৪টি উপজেলা। সিলেটের উত্তর পশ্চিম উপজেলা কোম্পানীগঞ্জে ১১৩ টি গ্রাম বন্যায় প্লাবিত। পানি বন্দি ও সুবিধা বঞ্চিত মানুষজনের পাশে খাবার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে হাজির হলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
আজ শনিবার বেলা ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাইটেক পার্ক প্রাঙ্গণে পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবারের প্যাকেট, চাল, ডাল, তেল, পিয়াজ সহ নিত্য প্রয়োজনীয় কিছু সামগ্রী ও স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। পানিবন্দি ২ শত পরিবারের মাঝে এসব সামগ্রী প্রদান করা হয়।
বিতরণে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ মহাপরিচালক (অপারেশন) ফখরুল আলম,সিলেট রেঞ্জ এর উপ মহাপরিচালক, মোহাম্মদ আব্দুল আউয়াল, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক(৩৪ ব্যাটালিয়ন) মেহেদী হাসান, জেলা কমান্ডেন্ট আলী রেজা রাব্বী, সিলেট রেঞ্জের এডি জনাব মশিউর রহমান মানিক, সিলেট জেলার সিএ জনাব আবু শাহাদাত মোঃ এনামুল হক এবং কোম্পানীগঞ্জ উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ সেলিনা বেগম।।আরো উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ আনসার ও ভিডিপির প্রশিক্ষক, লিডার ও কমান্ডার ও আনসার সদস্যবৃন্দ।
এর আগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তাদের ফুল গ্রহণ করলেন উপজেলা আনসার ভিডিপি অফিসার সেলিনা বেগম।