সিলেটের জৈন্তাপুরে পানিবন্দি ২১০ জন ব্যক্তির মাঝে রান্না করা খাবার বিররণ করা হয়। সাম্প্রতিক বন্যায় জৈন্তাপুরে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আজ শনিবার ২২ জুন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে ৪নং দরবস্ত ইউনিয়নের খাজার মোকাম উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে ২৪টি অসহায় পরিবার ও আব্দুল লতিফ জুলেখা গার্লস স্কুল আশ্রয় কেন্দ্রের ১২ টি অসহায় পরিবারের মোট ২১০ জন বন্যার্থ অসহায় মানুষের মধ্যে রান্না করা ভুনা খিচুড়ি বিতরণ করা হয়।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম জানান, জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে জেলা পুলিশ বিভাগ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও করোনা মহামারী, বন্যা সহ অন্যান্য যে কোন দুর্যোগে সিলেট জেলা পুলিশ সর্বদা মানবিক কারনে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে। তারই ধারাবাহিকতায় সাম্প্রতিক বন্যায় বানভাসিদের পাশে দাড়িয়েছে।