surmavoice24.com
সিলেটরবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৮
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদী থেকে সাদা পাথর ঘুরতে এসে মা ছেলে নি হ ত


জুন ৩০, ২০২৪ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের খাগাইল নামক স্থানে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্মৃতি আক্তার (২২) ও আব্দুল্লাহ (৪) নামে দুই জন নিহত। নিহতরা সম্পর্কে তারা মা ও ছেলে। এ ঘটনায় আরও একজন আহত হয়।রোববার বিকাল ৪টা ১০ মিনিটের সময় এ দূর্ঘটনা ঘটে। আহত ব্যক্তির পরিচয় সনাক্ত করা যায়নি আহতকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দূর্ঘটনার পরপরই ঘাতক ড্রাইভার ট্রাক ফেলে পালিয়ে যায়।

নিহতদের বাড়ি নরসিংদী সদর উপজেলার কামারগাছি গ্রামে।

নিহতের স্বামী দেলোয়ার হোসেন বলেন, স্ত্রী-সন্তানকে নিয়ে রোববার সকালে সিলেট নগরী থেকে সাদাপাথর বেড়াতে যান। বিকালে অটোরিকশাযোগে সিলেট ফেরার পথে খাগাইল এলাকায় তাদের গাড়ি আসলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই স্মৃতি ও আব্দুল্লাহ মারা যান। আহত হন দেলোয়ার।

নিহতদের লাশ বর্তমানে কোম্পানীগঞ্জ থানা হেফাজতে রয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।