surmavoice24.com
সিলেটরবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩১
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীরকে প্রত্যাহার


জুলাই ৪, ২০২৪ ১২:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জে জেলা পুলিশের তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার পুলিশ হেডকোয়াটার্স, ঢাকা পার্সোনাল ম্যানেজম্যান্ট-২ শাখা থেকে প্রেরিত স্মারকবলে সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে মোহাম্মদ নাজিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়।

সুনামগঞ্জ জেলা পুলিশ হাসপাতালে কর্মরত থাকা অবস্থায় ২০২৩ সালের ২১ নভেম্বর তাকে জেলার তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছিল।

একই আদেশে সিলেটের কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম দস্তগীর আহমদ ও হবিগঞ্জ জেলার মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম খানকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার রাতে পুলিশ হেডকোয়াটার্স, ঢাকার প্রশাসনিক শাখার একটি দায়িত্বশীল সূত্র জানায়, আপাতত প্রশাসনিক কাঠামোর জটিলতার কারণে তাহিরপুর থানার ওসিসহ সিলেট রেঞ্জের তিন থানার ওসিকেই প্রত্যাহার করেছে পুলিশ হেডকোয়ার্টার। প্রত্যাহার হওয়া তিন ওসিকে আপাতত সিলেট রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।