surmavoice24.com
সিলেটসোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১১:৩৭
আজকের সর্বশেষ সবখবর

অটোরিকশার পেছনে লুকিয়ে সিলেট নিয়ে যাচ্ছিল ভারতীয় মদের চালান


জুলাই ৪, ২০২৪ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জে ৫৬ বোতল বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ উদ্ধার সহ ২ জনকে আটক করেন পুলিশ। আটক ব্যক্তিরা হচ্ছে সিলেট সদর উপজেলার বড়শালা গ্রামের মৃত মোহাব্বত আলীর ছেলে কলমদর (৪৫) ও নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মৃত নুরুল ইসলামের ছেলে হিরন মিয়া (৫২)। বৃহস্পতিবার ভোর সার পাঁচ টায় ধলাই ব্রীজের পশ্চিম পাড় থেকে সিএনজি চালিত অটোরিকশা থেকে এসব মদ উদ্ধার করেন কোম্পানীগঞ্জ থানার উপ পরিদর্শক সুরঞ্জিত তালুকদার ও সহকারী উপ পরিদর্শক কানন দাশ।

এএসআই কানন প্রতিবেদককে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মদ সহ দুইজনকে আটক করা হয়। এ সময় অন্য একটি মোটরসাইকেলে থাকা মাদকের আরেকটা চালানসহ জড়িতরা পালিয়ে যায়।

উদ্ধারকৃত মাদক মামলার আলামত হিসেবে জব্দ করা হয় ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।