surmavoice24.com
সিলেটসোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৯:৩৬
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে জমি বিরোধে বৃদ্ধ খু ন


আগস্ট ২, ২০২৪ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জে খাস জমি নিয়ে বিরোধের জেরে আব্দুর রাজ্জাক (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় তার ছেলে ও ভাই ঘোরতর আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।

নিহতের স্বজন নুরুল হক জানান, দীর্ঘদিন থেকে ইমাম উদ্দিন, মইন উদ্দিন, আফতাব মিয়া, সুরুজ মিয়ার পরিবারের সাথে ২ একর জমি নিয়ে বিবাদ চলছিল আব্দুর রাজ্জাক ও তার পরিবারের লোকজনের। এ জমি নিয়ে আদালতেও মামলা চলছে। আদালত থেকে ৩ বার রায় পেয়েছেন আব্দুর রাজ্জাক। সব শেষ গত ১মাস আগে আদালত রায় দেয় আব্দুর রাজ্জাকের পক্ষে। নুরুল হক আরো বলেন দীর্ঘদিন থেকেই জমির দখলে ছিলেন আব্দুর রাজ্জাক ও তার পরিবার। তখন থেকেই তারা জমি চাষাবাদ করে আসছেন। শুক্রবার সকালে এই জমিতে জোরপূর্বক হালচাষ করতে যান ইমাম উদ্দিন সহ তার ভাই-ভাতিজারা। সকাল সাড়ে ৬টায় আব্দুর রাজ্জাক তার ছেলে সিরাজ ও তাজুল চাষাবাদে বাঁধা দিতে যান। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় আব্দুর রাজ্জাক, তাজুল ও সিরাজুল। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার সময় রাস্তায় মারা যান আব্দুর রাজ্জাক।

কোম্পানীগঞ্জ থানার ওসি বদিউজ্জামান হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত করে বলেন, জমি বিরোধে একজন নিহত। ঘটনাস্থল পরিদর্শন করেছি। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।