সিলেট জেলা দায়রা জজ আদালতের এডিশনাল পিপি নিয়োগ পাওয়ায় এডভোকেট কামাল হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় টুকের বাজারে সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু তাহের মেম্বারের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি রমজান আলীর সঞ্চালনায় বক্তব্য শাকিল ইসলাম, শাহ জাহান মিয়া,হেলাল আহমদ, শাহিন আহমদ, ইউসুফ আমিন সহ ছাত্রনেতারা।
এডভোকেট কামাল হোসেন বাড়ি উপজেলার ইসলামপুর উত্তর পাড়ায়। তার পিতা মরহুম আব্দুস সামাদ।
সোমবার রাতে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং (পিপি শাখা) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সিলেট জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌশলী হিসেবে (এডিশনাল পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট কামাল হোসেন। এর আগে ২০০১-২০০৫ সালে ৪ দলীয় জোট সরকারের আমলে এপিপি হিসেবে দায়িত্ব পালন করেন।