সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে মোটরসাইকেল-ব্যাটারি চালিত অটোরিকশার সাথে সংঘর্ষে সুমন মিয়া (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই যাত্রী। সোমবার (২১ অক্টোবর) বেলা ৩ টার সময় সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের ডাকঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন বাঘারপাড় গ্রামের ইন্তাজ আলীর ছেলে। আহত মোটরসাইকেলের দুই যাত্রীরা হলেন নোয়াকুট গ্রামের আহাদ আলীর ছেলে দুলাল মিয়া (দিলু) (৩০) ও গাংপাড় নোয়াকুট কান্দিগ্রাম সিরাজুল ইসলামের ছেলে রাসেল (২৫)। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোলাগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারি চালিত অটোরিকশা টুকের বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত তিন মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেটে পাঠানো হয়।