নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌর এলাকার ভোলাচং ঋষিপাড়া থেকে ১শত লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার সহ খোকন ঋষি নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকালে নবীনগর থানার দায়িত্বরত উপ পরিদর্শক শামীম ভূইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে খোকন ঋষির বসত ঘরের ভেতরে তল্লাসী চালিয়ে ১ শত লিটার চোলাই মদসহ খোকন ঋষি (৩৪) আটক করেন। আটক ব্যক্তি উপজেলার ভোলাচং গ্রামের মৃত বিমল ঋষির ছেলে। উদ্ধারকৃত মদ মামলার আলামত হিসেবে জব্দ করা হয় এবং আটক ব্যক্তিকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেল হাজতে প্রেরণ করা হয়।
গ্রেফতার করে।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।