নিজস্ব প্রতিবেদক: ভোলাগঞ্জ রোপওয়ে থেকে অবৈধোপায়ে উত্তোলিত পাথর সিলেটের ধূপাগুলে নিয়ে যাওয়ার পথে একটা ট্রাক দূর্ঘটনার শিকার হোন। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কে উলটে যায়। ফলে রাস্তায় পাথর ছড়িয়ে ছিটিয়ে পরে। এতে দূর্ভোগের কবলে পরেন শত শত ট্রাক ও পর্যটকবাহী গাড়ি। দূর্ঘটনায় ড্রাইভার সহ দুইজন আহত হয়। সিলেট- ভোলাগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ছালিয়া নামক স্থানে সোমবার (২৭ জানুয়ারি) ভোর ৭ টা ১৫ মিনিটের সময় এ দূর্ঘটনা ঘটে। গত পাঁচ মাস যাবত ভোলাগঞ্জ রোপওয়ে (রজ্জপথ) যেন এক মিনি কোয়ারীতে রুপ নিয়েছে। রোপওয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা আরএনবি ও সীমান্তরক্ষী বিজিবির কিছু অসাধু সদস্যদের মদদে সংরক্ষিত এ জায়গা থেকে দিনরাত বড় বড় গর্ত খুড়ে পাথর উত্তোলন করছে একটি চক্র। উত্তোলিত পাথর বিপণনের জন্য নিয়ে যাচ্ছে ধলাই নদীর দুই পাড়ে। সেখানে আরেকটি চক্র অপেক্ষামান থাকে পাথর ক্রয়ের জন্য। পরবর্তিতে সেসব পাথর শক্তিশালী হাইড্রলিক ট্রাক দিয়ে সিলেটের ধূপাগুলে নিয়ে বিক্রি করছে অন্য আরেকটি চক্র। এভাবে তিনটি চক্রের হাতে ধংস হচ্ছে বৃটিষ পরিকল্পনায় নির্মিত রেলওয়ের সংরক্ষিত জায়গা গুলো। জনস্রোতি রয়েছে বিএনপি ও আওয়ামী লীগের কিছু অসাধু নেতাকর্মী এ ধংসলীলার সাথে জড়িত। স্থানীয় কয়েক শ্রমিক নেতা ও কিছু অসাধু সংবাদকর্মী প্রভাবশালী সেই চক্রের সাথে জড়িত বলে জানা যায়।
দিনের বেলায় ঘনঘন টাস্কফোর্স অভিযান পরিচালিত হলেও রাত নামলেই রোপওয়ের সংরক্ষিত এলাকা থেকে শুরু হয় লুটপাট।
আব্দুল আলী নামে এক ছাত্র নেতা জানান, স্বৈরাচার হাসিনা সরকার পতন হলেও লুটপাট থামেনি। উলটো লুটপাট বৃদ্ধি পেয়েছে। এখন আওয়ামী লীগ ও বিএনপি মিলে লুটপাট করছে।