surmavoice24.com
সিলেটসোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২৪
আজকের সর্বশেষ সবখবর

ডিবির অভিযানে ফেন্সিডিল সহ ১জন আটক


জানুয়ারি ৩১, ২০২৫ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে ভারতীয় ৭০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি উত্তর জোন) বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সন্ধ্যা ৬টায় উপজেলার তেলিখাল ইউনিয়নের শাহপরান (রহ:) পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ অভিযান চালায় ডিবি।
এ ঘটনায় গোয়েন্দা শাখা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে।

মামলার এজাহারে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা’র (ডিবি উত্তর জোন) উপ-পরিদর্শক ইয়াকুব হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের শাহপরান (রহ:) পেট্রোল পাম্পে সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭০ পিছ ভারতীয় ফেনসিডিলসহ মোহাম্মদ রাহিম আহমদ (২২) নামে একজনকে আটক করে। আটক ব্যাক্তি উত্তর রণিখাই ইউনিয়নের বরমসিদ্ধিপুর গ্রামের আসাদুল হকের পুত্র। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে রাহিম আহমদের আরেক সহযোগী রবিউল (২২) পালিয়ে যায়। রাহিম আহমদকে গ্রেফতার দেখিয়ে ও জব্দকৃত মাদক মামলার আলামত দেখানো হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, ডিবি পুলিশ কতৃক মামলায় তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, মামলাটি তদন্ত করবে ডিবি পুলিশ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।