surmavoice24.com
সিলেটবুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১১:৪১
আজকের সর্বশেষ সবখবর

তেলিখালে সিআরএ, লাপা ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত


এপ্রিল ২৪, ২০২৫ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: সিলেটের কোম্পানীগঞ্জে ‘স্থানীয় জনগোষ্ঠীর ঝুঁকি নিরূপণ (সিআরএ), স্থানীয় অভিযোজন পরিকল্পনা (লাপা) এবং দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা যাচাইকরণ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) উপজেলার তেলিখাল ইউনিয়ন পরিষদে ইসলামিক রিলিফ বাংলাদেশের সুপ্রিম এশিয়া প্রকল্পের সার্বিক সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়।

ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শিহাব উদ্দিনের সভাপতিত্বে কর্মশালা পরিচালনা করেন ইসলামিক রিলিফের সহকারী প্রকল্প কর্মকর্তা মো. রুবেল মিয়া।

কর্মশালায় উদ্বোধনী বক্তব্যে ইসলামিক রিলিফ বাংলাদেশের কার্যক্রম সম্পর্কেও বিস্তারিত তুলে ধরেন জেলা প্রকল্প ব্যবস্থাপক কর্মকর্তা মো. ওহিদুল ইসলাম।

সিআরএ ও লাপার তথ্য সংগ্রহ প্রক্রিয়া, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন সহকারী প্রকল্প কর্মকর্তা মো. সোহেল রানা।

কর্মশালায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুর রব বলেন, ওয়ার্ড পর্যায়ে জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দুর্যোগ-সম্পর্কিত ঝুঁকিগুলো চিহ্নিত করে ইসলামিক রিলিফ বাংলাদেশের সহযোগিতায় পরিকল্পিত স্কীম প্রস্তুত ও উপস্থাপন করা হয়। এসব স্কিম অংশগ্রহণমূলকভাবে মূল্যায়নের ফলে জনগণের মতামত প্রতিফলিত হয়েছে। ভবিষ্যতে এই স্কীমগুলো ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেটে অন্তর্ভুক্ত করে বাস্তবায়নের মাধ্যমে দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি হ্রাস করা সম্ভব হবে।

সমাপনী বক্তব্যে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শিহাব উদ্দিন বলেন, এই ঝুঁকি হ্রাস পরিকল্পনা ভবিষ্যতের বিভিন্ন দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে সহায়ক ভূমিকা রাখবে।তিনি ইসলামিক রিলিফ বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।