surmavoice24.com
সিলেটবুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২৭
আজকের সর্বশেষ সবখবর

আগুনে পুড়ছে ইসরাইল


এপ্রিল ২৪, ২০২৫ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

ইসরাইলে হঠাৎ করেই ভয়াবহ দাবানলে অগ্নিদগ্ধ হয়ে উঠেছে দেশের বিভিন্ন এলাকা। ক্রমবর্ধমান তাপমাত্রা ও তীব্র বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। স্থানীয় কর্তৃপক্ষ বিমান ও হেলিকপ্টার মোতায়েন করেও পরিস্থিতি সামাল দিতে পারছে না বলে জানিয়েছে ‘টাইমস অব ইসরাইল’ এবং ‘জেরুজালেম পোস্ট’।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৩ এপ্রিল) দিনের শুরুতে শহরের কেন্দ্রস্থলের কাছে মোশাভ তারুম এলাকায় প্রথম আগুন দেখা দেয়। প্রবল বাতাসের কারণে আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশের অঞ্চলে। বিশেষ করে বেইত শেমেশ এলাকার এশতাওল, বেইত মেইর এবং মেসিলাত জিওন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পুলিশ জেরুজালেমগামী একটি গুরুত্বপূর্ণ সড়কও বন্ধ করে দিয়েছে।

ইসরাইলি ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটির এক মুখপাত্র জানিয়েছেন, এই ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত নয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে সাতজন দমকলকর্মী এবং দুজন সাধারণ নাগরিক। আগুন নেভাতে এখন পর্যন্ত ছয়টি জেলার ফায়ার সার্ভিস সদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়া ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবানল নিয়ন্ত্রণে সাহায্য করছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।