surmavoice24.com
সিলেটবুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১:১৪
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত


এপ্রিল ২৯, ২০২৫ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সালিশ চলাকালীন সময়ে বড়ভাই জাকারিয়ার হাতে থাকা কেচি দিয়ে রুবেল আহমেদ এহিয়ার মাথায় আঘাত হয়ে খুন হোন। ঘটনাটি ঘটে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের বাগজুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই রুবেল আহমেদ এহিয়া (২৫) নিহত  হয়েছেন। নিহত রুবেল আহমেদ এহিয়া মৃত হাজী আসিক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৮ এপ্রিল) সকালে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সালিশ চলাকালীন সময়ে বড় ভাই জাকারিয়া ক্যাচি দিয়ে রুবেল আহমেদ এহিয়ার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় তার মৃত্যু হয়।

নিহত রুবেল সৌদিআরব প্রবাসী ছিলেন। পাঁচ বছর প্রবাসজীবন কাটিয়ে দেশে ফিরে গত আট মাস আগে বিয়ে করেন। বিয়ের তিন মাস পর সৌদি চলে গেলে গত ডিসেম্বরে ছুটিতে দেশে আসেন। আগামী ৪ মে তার সৌদি আরবে ফেরার কথা ছিল।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকেই ঘাতক বড়ভাই জাকারিয় পলাতক রয়েছেন।

নিহতের লাশের ময়নাতদন্ত শেষে আজ বিকালে জানাজা শেষ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।