মুমূর্ষ রোগীকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা রত অবস্থায় রেখে বাড়ি ফেরার পথে সিলেট-ভোলাগঞ্জ বর্ণী নামক স্থানে ডাকাতের ঘটনা ঘটে। সোমবার দিবাগত (২৯ এপ্রিল) রাত আনুমানিক সারে তিনটায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সুলতানুজ্জামান নামে এক মোটরসাইকেল আরোহী ঘোরতর আহত হয়। আহতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়। আহতের বড় ভাই কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সৈয়দুজ্জামান প্রতিবেদককে জানান, সিলেট থেকে ফেরার পথে বর্ণী নামক স্থানে একটি ব্রিজের উপর ডিসলাইনের তার দিয়ে রাস্তায় ব্যারিকেড দেয় ডাকাত দলের সদস্যরা। অন্ধকারে ডিস লাইনের তার দেখতে না পেয়ে তার পেচিয়ে সাইকেল থেকে ছিটকে পড়ে সুলতানুজ্জামান সহ দুইজন। এ সময় ঝুপের আড়ালে লুকিয়ে থাকা ৪/৫ জনের একটি ডাকাত দল অস্ত্রে সজ্জিত হয়ে টাকা,মোবাইল সহ মূল্যবান কাগজপত্র ছিনিয়ে নেয়। এ সময় তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে ডাকাত। তিনি আরও বলেন, আগে এ সড়কে পুলিশ টহল থাকতো। এখন রাতের বেলায় পুলিশ টহল না থাকায় ঘনঘন ডাকাতির ঘটনা ঘটে।
এ সময় মোটরবাইকটি ভাঙচুরের শিকার হোন।
আইনী ঝামেলায় পড়ার ভয়ে থানায় মামলা দায়ের করতে অনীহা প্রকাশ করেন ভিকটিমের বড় ভাই সৈয়দুজ্জামান।