surmavoice24.com
সিলেটসোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৩
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক কামাল পারভেজ আর নেই


এপ্রিল ২০, ২০২৩ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

দোয়ারাবাজার প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক কামাল পারভেজ আর নেই, জানাজা শুক্রবার সকাল ১১ টায়।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: দোয়ারাবাজার প্রেসক্লাবের সহসভাপতি দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি কামাল পারভেজ (৪৮) আর নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না… রাজেউন) বৃহষ্পতিবার বিকেলে হার্টঅ্যাটাক করে তিনি ইন্তেকাল করেন। শুক্রবার সকাল ১১ টায় উপজেলা সদরের পরমেশ্বরী জামে মসজিদ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

কামাল পারভেজ দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের পরমেশ্বরী পুর গ্রামের প্রয়াত ডা: আব্দুল গফুর চতুর্থ পুত্র। মৃত্যুকালে মা, ২ পুত্র ১ মেয়ে এবং স্ত্রী এবং অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

উল্লেখ্য সাংবাদিক কামাল পারভেজ দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভি’র ক্যামেরা পার্সন হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি উপজেলায় সাংবাদিকতা পেশায় মনোনিবেশ করেন। তিনি দৈনিক মানবকণ্ঠ, কালবেলা, সংবাদ সারাবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। সাংবাদিক কামাল পারভেজের মৃত্যুতে ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু, জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক, উপজেলা আ’লীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান মাস্টার, উপজেলা আ’লীগের আহবায়ক ফরিদ আহমদ তারেক, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও উপজেলা জাপার সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম, সাবেক জেলা পরিষদ সদস্য অ্যাড. আব্দুল আজাদ রুমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ মুরশেদ মিশু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর, দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, সাধারণ সম্পাদক আশিক মিয়াসহ উপজেলার সর্বস্তরের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।