surmavoice24.com
সিলেটসোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:০৬
আজকের সর্বশেষ সবখবর

ধলাই নদীতে বজ্রপাতে বারকি শ্রমিক নিহত


এপ্রিল ২১, ২০২৩ ১১:৫০ অপরাহ্ণ
Link Copied!

 

কোম্পানীগঞ্জের ধলাই নদীতে বারকি নৌকা দিয়ে সিঙ্গেল পাথর উত্তোলনকালে এক শ্রমিক নিহত ও একজন ঘোরতর আহত হয়েছে। শুক্রবার ভোর সারে ৬ টায় ধলাই নদীর পূর্ব পাড়ে হাজী শফিকুল ইসলামের বাগান নামক স্থানে পাথর উত্তোলনকালে বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম হাবিবুল্লাহ (২৭)। আহত শ্রমিক হারুন মিয়া (২৬)। সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে বৈরী আবহাওয়ায় পাথর উত্তোলনকালে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয় হাবিবুল্লাহ। আহত অন্য শ্রমিককে উন্নত চিকিৎসার জন্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে । নিহত হাবিবুল্লাহ উপজেলার বালুচর গ্রামের ময়দর আলীর পুত্র ও আহত হারুন মিয়া একই গ্রামের ধন মিয়ার পুত্র।

নিহতে ঘটনাটি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং বলেন, নিহত ব্যক্তির দাফন কাফনের জন্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা প্রদান করা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।