surmavoice24.com
সিলেটসোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:২৭
আজকের সর্বশেষ সবখবর

গোয়াইনঘাটে মোটরবাইক দুর্ঘটনায় ১ জনের মৃত‍্যু


এপ্রিল ২৩, ২০২৩ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের গোয়াইনঘাটে মোটরবাইক দূর্ঘটনায় মফিজ মিয়া (৪৫) নামের এক ব্যক্তি মারা যান। আজ রোববার দুপুর ২টা ৩০ মিনিটের সময় গোয়াইনঘাট-জাফলং রাস্তার বাউরবাগ ব্রীজ নামক স্থানে মোটর সাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে মারা যান। নিহত মফিজ মিয়া উপজেলার নয়াবস্তি গ্রামের রেনু মিয়ার পুত্র।

দূর্ঘটনায় মামার বাজার মাঠ এলাকার শরিন রায়ের পুত্র সুমেশ রায় (৪০), নয়াবস্তি গ্রামের আব্দুর রহমানের পুত্র কাদির মিয়া(৩৮) আহত হয়।

থানা সূত্রে জানা যায়,দূর্ঘটনার পরপরই আহতদের উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব‍্যরত ডাক্তার মফিজ মিয়াকে মৃত ঘোষনা করেন। অন‍্য দুইজনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। এ ঘটনায় কাউকে গ্রেফতার দেখানো হয়নি।

দূর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেন গোয়াইনঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল জাহান কাজল।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।