surmavoice24.com
সিলেটসোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪৬
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক মিলনের আনুষ্ঠানিক যোগদান


এপ্রিল ২৪, ২০২৩ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি: সাংবাদিকদের বৃহৎ সংগঠন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ লাভ করেছেন মঈন উদ্দিন মিলন। তিনি স্থানীয় দৈনিক বিজয়ের কণ্ঠ ও অনলাইন পোর্টাল সিলেট আই নিউজ পোর্টালের কোম্পানীগঞ্জ প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করে আসছেন।

সোমবার ২৪ শে এপ্রিল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ইদ পূণর্মিলনী অনুষ্ঠানে তাকে প্রাথমিক সদস্যপদ দেওয়া হয়। প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবুল হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল রানার পরিচালনায় পবিত্র ঈদ-উল ফিতর পরবর্তী ইদ পুনর্মিলনী সভায় সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে সাংবাদিক মিলনকে সংগঠনের প্রাথমিক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। আনুষ্ঠানিক ঘোষণা দেন সংগঠনের সভাপতি আবুল হোসেন।

সভায় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শের তরিকুল ইসলাম, সহ-সভাপতি মাসুক রানা,যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন,কোষাধ্যক্ষ মীর আল মমিন, দপ্তর সম্পাদক কবির আহমদ, পাঠাগার বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুজন আহমেদ,কার্যকরী সদস্য এখলাছ আলী,কবির হোসেন,উমর আলী ও টুকের গাঁও আদর্শ ক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক মোর্শেদ আলম।

প্রসংগত মঈন উদ্দিন মিলন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের একাংশের কার্যনির্বাহী পরিষদের কয়েক মেয়াদে সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। সম্প্রতি সংগঠনের এক সহকর্মীর কর্তৃক চাঁদা আদায়ের ফলে উপজেলায় আলোচনার ঝড় শুরু হয়। উপজেলার জনগুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ ধলাই সেতু ধংস্বের মূখে ফেলে দেয়ার সংবাদ গণমাধ্যমে প্রকাশ ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে তাৎক্ষণিক তিনি প্রেসক্লাবের একাংশ থেকে পদত্যাগ করেন। ফলে সত্য ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে এলাকা, দেশ,জাতীর দর্পণ সাংবাদিকতা পেশার ধারাবাহিকতা চলমান রাখতে মূল ধারার সাংবাদিক সংগঠন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবে আনুষ্ঠানিক যোগদান করেন বলে তিনি জানান। তিনি উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল দৃঢ় প্রত্যয় ব্যক্ত ও সবার সহযোগিতা কামনা করেন।

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।