কোম্পানীগঞ্জের শাহ আরেফিন বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত বাহাদুরপুর (কান্দি) গ্রামের দানা মিয়ার পুত্র ওয়াহিদ মিয়া (৪৫)।
বুধবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় শাহ আরেফিন বাজারের হুমায়ুন আহমদের ফার্মেসি দোকান ঘরের চালায় কাজ করতে গিয়ে এই ঘটনা ঘটে।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, হুমায়ুন আহমদের ফার্মেসি দোকান ঘরের চালার পুরোনো টিন বদলাতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যুতায়ীত হয় অহিদ মিয়া। উপস্থিত কয়েকজন বিষয়টি আচ করতে পেয়ে তাকে উপর থেকে নামিয়ে আনেন। দিনমজুর অহিদ মিয়ার ৫ ছেলে ও এক মেয়ে রয়েছে।
কোম্পানীগঞ্জ পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মৃণাল কান্তি চৌধুরী জানান, ঘরের কাজ করার আগে আমাদেরকে অবগত করলে আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতাম। ঘরের মালিক পক্ষ আমাদের অবগত করেনি।
কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় জানান, শাহ আরেফিন বাজারে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।